ওমানে ফের বজ্রবৃষ্টির পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রবিবার এবং সোমবার এই দুইদিন ওমানের কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পাশাপাশি সাগর উত্তাল থাকবে বলে আশংকা করা হচ্ছে।
ওমানের আবহাওয়া বিভাগ তাদের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, বেশিরভাগ প্রদেশের ওপর দিয়ে মেঘ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষকরে আল হাজর পর্বতমালা, আল উস্তা ও ধোফার প্রদেশের কিছু অংশে দুই দিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সাথে কিছু অঞ্চলে ঘুলিঝড়েরও সম্ভাবনা রয়েছে। একইসাথে সাগরের ঢেউ ২ থেকে ৩ মিটার উচ্চতা পর্যন্ত উঠার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এসময় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে বসবাসরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের আবহাওয়া পূর্বাভাষ দেখতে বলা হয়েছে। বৃষ্টিপাতের সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে নিচু স্থানে যাওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post