আগামী দুইদিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ওমানে। রবিবার এবং সোমবার এই বৃষ্টিপাতের আশংকা করছে ওমানের আবহাওয়া অধিদপ্তর। এই দুইদিন ওমানের কিছু অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পাশাপাশি সাগর উত্তাল থাকবে বলে আশংকা করা হচ্ছে। শনিবার (১ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
ওমানের আবহাওয়া বিভাগ তাদের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, বেশিরভাগ প্রদেশের ওপর দিয়ে মেঘ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আল হাজার পর্বতমালা এবং আল উস্তা ও ধোফার প্রদেশে কিছু অংশে সঞ্চারণশীল মেঘমালা তৈরি হবে, পাশাপাশি আগামী দুই দিন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, ওমান সালতানাতের বেশিরভাগ গভর্নরেটের উপর দিয়ে সক্রিয় উত্তর-পশ্চিমা বায়ু বয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে, যার ফলে ধূলিকণা এবং মেঘ বৃদ্ধি পাবে এবং অনুভূমিক দৃশ্যমানতার কম হবে। ওমান আবহাওয়া রয়টার্সকে জানিয়েছে, সালতানাতের বেশিরভাগ উপকূলে সাগর উত্তাল থাকবে এবং ঢেউয়ের উচ্চতা ২-৩ মিটারের মধ্যে থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post