ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন শালা-দুলাভাই। পারিবারিক ঋণ চার লাখেরও উপর। ধার-দেনা কাটিয়ে ওঠার স্বপ্ন নিয়ে জমি বন্ধক রেখে নিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ভিসা। পহেলা এপ্রিল স্বপ্ন জয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও চাঁদপুর-রায়পুর মহাসড়কের হাজিগঞ্জ গাছতলা ব্রিজ এলাকায় সিএনজি-বাস দুর্ঘটনায় নিহত হন তারা।
নিহত দুজন হলেন, সোহেল হোসেন (২৫) ও রুবেল হোসেন (২৬)। নিহত দুজনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে চরকাচিয়া গ্রামে। এর মধ্যে নিহত সোহেলের ওমান যাওয়ার কথা ছিল।
৩১ মার্চ দুপুর ১২টায় চরকাচিয়া গ্রামের বাড়ি থেকে বের হন দুজন। এরপর রায়পুর থেকে সিএনজি অটোরিকশাযোগে চাঁদপুরের লঞ্চঘাটের উদ্দেশে যাত্রাকালে আনন্দ পরিবহনের সাথে দুর্ঘটনায় প্রাণ যায় তাদের। রুবেল হোসেন নামে নিহত ব্যাক্তি নিহত সোহেলের বোন-জামাই। বছর দেড়েক আগে বিয়ে হওয়া রুবেলের রয়েছে ছয় মাস বয়সী মিনহা নামের একটি কন্যাসন্তান। অবুঝ মিনহা জানল না মারা গেছেন তার বাবা-মামা।
সোহেলের মা নুরজাহান বেগম বলেন, ‘আঁর মাতিন-রতন নাই। দেনা-হেনা কষ্ট-দুঃখ করি বিদাশের লাই লাইন দিছি। কে জাইনতো আঁর বাবা শ্যাষ অই যাইবো। আঁর ঝিঁ জামাইগাও নাই। ঝিঁয়ের ঘরো ওগ্গা মাইয়া আছে। আমরা অন নিঃস্ব অই গেছি।’
নিহত রুবেলের বাবা আবু কালাম সর্দার বলেন, ‘আঁর মাইজ্জা হোলাগারে চাপা দি মাইচ্ছে আনন্দ পরিবহন। আঁই এর বিচার চাই।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post