মরুর দেশ ওমানে দুই দিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র স্রোতে যানবাহন গুলোকে খড় কুটার মত ভাসিয়ে নিতে দেখা গেছে। এখন পর্যন্ত বহু মানুষকে উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি।
বুধবার ওমানের গণমাধ্যমের খবরে বলা হয়, সোম ও মঙ্গলবার দেশটির বিভিন্ন প্রদেশে ভারী বর্ষণের ফলে স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটে। মুদাইবির একটি ওয়াদি পারাপারের সময় আটকেপড়া চার জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আল দাখেলিয়া প্রদেশ থেকে আরেক নারীকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, স্কুলের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস আল দাখেলিয়া প্রদেশের একটি ওয়াদি পারাপারের সময় পানির তীব্র স্রোতে ভেসে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ির ইঞ্জিনে পানি ঢুকার কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। তাৎক্ষনিক গাড়ির মধ্য থেকে শিক্ষার্থীরা নেমে পড়েন। এতে পানির তীব্র স্রোতে গাড়িটি ভেসে গেলেও শিক্ষার্থীরা নিরাপদে আছেন।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে বেশিরভাগ প্রদেশে ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে। এ ছাড়াও বেশকিছু প্রদেশে বজ্রপাতের খবর পাওয়া গেছে। এরমধ্যে উত্তর আল বাতিনাহ প্রদেশের খাবুরা অঞ্চলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) মুসান্দাম, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আল দাহিরাহ এবং আল দাখিলিয়া প্রদেশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বেশ কয়েকটি ওয়াদি প্লাবিত হয়েছে।
দুই দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষে আজ থেকে স্বাভাবিক হচ্ছে ওমানের আকাশ। ইতিমধ্যেই আজ বেশকিছু প্রদেশে মেঘের পরিবর্তে সূর্যের আলো দেখা গেছে। ওমান পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এবারের ভারী বর্ষণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post