শহরের সৌন্দর্য রক্ষায় এবার নতুন আইন জারী করেছে ওমানের রাজধানী মাস্কাট সিটি করপোরেশন। নতুন এই নির্দেশনায় বলা হয়, শহরের বিভিন্ন অংশে কাপড় সংগ্রহের জন্য রক্ষিত কন্টেইনারগুলো সরিয়ে ফেলতে হবে। ২৮ মার্চ টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।এখন থেকে পাবলিক প্লেসে ব্যবহৃত পোশাক সংগ্রহের কন্টেইনার রাখার জন্য অনুমোদন স্থগিত করেছে। একইসাথে পূর্বের সকল কন্টেইনার সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে।
মাস্কাট পৌরসভা জানায়, পাবলিক প্লেসে পুরনো কাপড় সংগ্রহের কন্টেইনার স্থাপনের ফলে ট্র্যাফিক সমস্যা দেখা দেয়। এছাড়াও পরিবেশগত, স্বাস্থ্য সমস্যা এবং সাধারণ দৃষ্টিভঙ্গির বিকৃতি ঘটে। এটি দেখতে দৃষ্টিকটু হওয়ায় সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
তবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহৃত পোশাক সংগ্রহ করা যাবে। এছাড়াও অনলাইনের মাধ্যমেও মানুষের ব্যবহৃত কাপড় সংগ্রহ করা যাবে। তবে, সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post