সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারকে সহায়তা দেবে সৌদি আরব। সিলেটের ৬ হাজার ২৮৫ পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি দূতাবাসের এক সংবাদ সম্মেলনে ইসা ইউসেফ ঈসা আল দোহাইলাম বলেন, কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ২৫ হাজার মানুষ উপকৃত হবে। এই প্রকল্পে সৌদি সহায়তার পরিমাণ ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
তিনি জানান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post