সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরিম। বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিনি সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন। তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর কিতাব বিভাগের ছাত্র।
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী-ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী (মাসুম) তাকরিমের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মাধ্যমে বাংলাদেশ আরো একটি বিশ্বজয় নিয়ে আসুক সেই প্রত্যাশায় দেশবাসীর দোয়া কামনা করছি।
এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম।
এর আগে গত মার্চে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরীম প্রথম, মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে। ২০২০ সালে পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ।
সালেহ আহমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদরাসার শিক্ষক। মা গৃহিণী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post