অনেকেই মনে করেন বিশ্বের শক্তিশালী মুদ্রা ডলার। কিন্তু আসলে এই ধারণা ভুল। ডলারের থেকেও শক্তিশালী রয়েছে আরব দেশের মুদ্রা। বর্তমান সময়ে সবচেয়ে দামী মুদ্রার নাম হচ্ছে কুয়েতি দিনার। টাকার নিরিখে এক কুয়েতি দিনারের দাম প্রায় ৩৫০ টাকা। অন্যদিকে, ডলারের দাম রয়েছে ১০২ টাকার মত। এরপর রয়েছে বাহরাইনের নাম। ২০২৩ সালের জন্য বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা হিসাবে ওমানি রিয়ালকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সাময়িকী ফোর্বস এডভাইজার।
ফোর্বস অ্যাডভাইজারের মতে, ওমানি রিয়াল ২ দশমিক ৬ ডলারের সমান। ধনী প্রতিবেশীদের মতো ওমানও তেল ও গ্যাসের একটি প্রধান রপ্তানিকারক দেশ। ম্যাগাজিনটি আরও বলেছে, ওমানি রিয়াল ১৯৭০-এর দশকে চালু হয়েছিল এবং এটি ডলারের সঙ্গে যুক্ত। ম্যাগাজিনটি কুয়েতি দিনারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসাবে আখ্যায়িত করেছে। বাহরাইনের দিনার দ্বিতীয় এবং জর্ডানের দিনার চতুর্থ, তারপরে ব্রিটিশ পাউন্ড এই তালিকায় স্থান পেয়েছে। কেম্যান দ্বীপপুঞ্জের ডলার ষষ্ঠ স্থানে রয়েছে, তারপরে জিব্রাল্টার পাউন্ড এবং এর পরে রয়েছে সুইস ফ্রাঙ্ক।
বিশেষজ্ঞরা বাজারের পরিস্থিতি বিবেচনা করে জানাচ্ছেন, ডলারের বিপরীতে টাকার দর আরও নামতে পারে। টাকার দামের সঙ্গে ডলারের পার্থক্য এত বেশি হওয়ায় অনেকেই মনে করেন, বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হল ডলারই। এর অপর একটি কারণ হল, আমেরিকা অর্থনীতির দিক থেকে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে। তাই অনেকেই মনে করেন, ডলারই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ডলারের সঙ্গে বেশিরভাগ সময় টাকার তুলনা করা হয় বলেই অনেকে ডলারকেই সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরে নেয়। কিন্তু বিশ্বের শক্তিশালী ৫টি মুদ্রার মধ্যেও নেই ডলারের নাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post