২০২১ সালে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। গতবছর ব্যস্ত সূচিতেও মাত্র এক ম্যাচ দেশে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিপক্ষে সে ম্যাচেও জয় পায়নি জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে বাংলাদেশকে সর্বশেষ জয়ের আনন্দে ভাসতে দেখা গেছে ২০২০ সালের ১৩ নভেম্বর। শনিবার সিলেটে সিশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সে আক্ষেপ দূর হলো।
জাতীয় দলের হয়ে ৪২ মিনিটে নিজের প্রথম গোল করেছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। সে গোলই দুই দলের মধ্যে পার্থক্য করে দিয়েছে। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। গোছানো আক্রমণ করে র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসকে ভয় পাইয়ে দিচ্ছিল স্বাগতিক দল। কিন্তু দক্ষ একজন স্ট্রাইকারের অভাবে গোল পাওয়া হচ্ছিল না বাংলাদেশের। মূলত ডানদিক থেকেই আক্রমণে উঠছিল বাংলাদেশ। কিন্তু সাদের ক্রসগুলো কাজে লাগানোর মতো ছিলেন না বক্সে।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সে আক্ষেপ দূর করেছেন তারিক কাজী। ডি-বক্সের বেশ বাইরে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ক্রস ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের ব্র্যান্ডন। কিন্তু ব্র্যান্ডনের হেড গিয়ে পড়ে তারিক কাজীর সামনে। জোরালো হেডে জালে বল পাঠান এই ডিফেন্ডার। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট ছিল। আক্রমণে শক্তি বাড়াতে নামানো হয় অভিষিক্ত এলিটা কিংসলেকে। বাংলাদেশের পক্ষে এই প্রথম কোনো ভিনদেশির জাতীয় দলে অভিষেক। বেশ কয়েকবার শট নিলেও গোল পাননি কিংসলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post