পবিত্র রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন হাইপারমার্কেট এবং সুপারমার্কেটগুলোতে বড় ধরনের মূল্যছাড় দেওয়া হচ্ছে। এতে রমজান মাসজুড়ে ১০ হাজারের বেশি ধরনের পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় চলবে।
প্রতি বছর রমজান আসলেই নানা ধরনের পণ্যের দাম কমিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়ে গ্রাহকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
কোনো কোনো সুপারমার্কেটে এই মূল্যছাড় ইতোমধ্যে শুরু হয়ে শেষও হয়েছে। আবার কোনো সুপারমার্কেটে রমজান মাসজুড়ে মূল্যছাড় চলবে। বিভিন্ন খাদ্যপণ্যে ৫০% পর্যন্ত ছাড় পেয়ে অনেক পরিবার এরইমধ্যে পুরো রমজান মাসের কেনাকাটা সেরে ফেলেছেন।
আমিরাতের মতো একই ধরনের মূল্যছাড় দেওয়া হচ্ছে সৌদি আরবেও। অমুসলিম দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেও দেওয়া হচ্ছে বড় ধরনের ছাড়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post