টানটান উত্তেজনার মধ্যে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট ক্লাব-ওমান বনাম অল ওমানি ক্রিকেট ক্লাবের মধ্যকার প্রিতিম্যাচ। ২০ মার্চ আল-আমরাত ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অল ওমানি একাদশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান।
বিরতির পর মাঠে নেমেই রানের ঝড় তুলে ওমানি দল। মাত্র ২৮ ওভার ৫ বলে বিজয় অর্জন করে ওমানি দল। এসময় মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির, ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী (সিআইপি), ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান (সিআইপি), বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও বাংলাদেশ স্কুল মাস্কাটের প্রতিনিধিরা। এছাড়াও চট্টগ্রাম সমিতি সহ অসংখ্য বাংলাদেশি প্রবাসী গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন।
ওমানে নতুন গঠিত এই বাংলাদেশি ক্রিকেট টিমের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন প্রবাসীরা। একইসাথে খেলাধুলার প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়বে বলেও মনে করছেন তারা। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে অপরাধের মাত্রাও কমে আসবে এমনটি ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোক্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post