ওমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ মার্চ) থেকে বুধবার (২২ মার্চ) পর্যন্ত ওমানের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ২ নম্বর সতর্ক সংকেত জারী করেছে সিএএ।
এতে বলা হয়, ধোফার এবং আল উস্তা প্রদেশে ভারী বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বিকালে দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, আল দাখিলিয়া, আল ধাহিরাহ, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, মাস্কাট ও মুসান্দাম প্রদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ১০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সিএএ।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার উত্তর আশ শারকিয়া প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়। ২১ মার্চ মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই উত্তর শারকিয়ার বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে মুধাইবি, ইবরা এবং আল কাবেল ওয়াদিয়াত প্লাবিত হয়। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে সামাদ আল শান গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। নাগরিক ও প্রবাসীদের ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকতে বলা হয়েছে। একইসাথে, ধাতব বস্তু স্পর্শ না করা এবং শিশুদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেইসাথে বন্যাকবলিত অঞ্চলে না যেতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post