ওমানের সুলতান হাইথাম বিন তারিক দেশটির পঞ্চাশতম জাতীয় দিবস উদযাপনের একটি কমিটি ঘোষণা করেছেন। শেখ সাবা ইবনে হামদান আল সাদিকে জেনারেল সেক্রেটারি করে এই উচ্চ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় দিবস উদযাপনের উচ্চ কমিটির সেক্রেটারি-জেনারেল শেখ সাবা ইবনে হামদান আল সাদি ওমান নিউজ এজেন্সি (ওএনএ) কে বলেছেন যে, সুলতান হাইথাম নবজাগরণের পঞ্চাশতম জাতীয় দিবসের প্রতীককে সমর্থন করেছেন। আল-সাদি উল্লেখ করেছেন যে, জাতীয় দিবস উদযাপনের জন্য উচ্চ কমিটির সচিবালয়ের জেনারেল স্লোগানটির ডিজাইনের জন্য একটি প্রতিযোগিতা ঘোষণা করেছে। জাতীয় দিবস উদযাপন কমিটি ওমানের সুলতানের কাছে ৫০ তম বিজয় দিবসের একটা জাতীয় প্রতীক বানিয়েছে এবং উক্ত প্রতীক দেশটির সুলতান অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন; ওমানে কমছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
এই প্রতিযোগিতায় আল সাদী মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন যেন তিনি তাঁর মহিমান্বিত সুলতানকে রক্ষা করেন, তাঁকে সুস্বাস্থ্য দান করেন এবং এই মহিমান্বিত অনুষ্ঠান ও আগামী বছরগুলিতে একই রকম অনুষ্ঠান উদযাপন করার জন্য সুযোগ প্রদান করেন।
https://youtu.be/ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post