চলমান করোনাভাইরাস ভয়ের মাঝেও ওমানের বারকা নোমান চিড়িয়াখানায় প্রথম জন্মগ্রহণ করলো দুটি বাঘের বাচ্চা। গত ১৭ জনু এই দুই বাচ্চা জন্মগ্রহণ করে। তবে পার্কটি বর্তমানে বন্ধ থাকায় দর্শনার্থীদের এগুলি দেখতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন; ওমানে কমছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
ওমানে প্রথমবারের মতো বাঘের বাচ্চা জন্ম গ্রহণ করায় ভীষণ খুশি চিড়িয়াখানার মালিক আহমেদ বিন আবদুল রহিম আল বালুশি। তিনি টাইমস অব ওমানের এক সাক্ষাতকারে বলেন, “উভয় বাচ্চা তাদের পিতামাতার মতো ঠিকঠাক এবং খুব শক্তিশালী।” বালুশি এই বাচ্চা দুইটি নিয়ে বেশ সময় কাটান, বাচ্চা দুইটা নিয়ে তার ছেলে মেয়েদের ও খেলা করতে দেখা গেছে একটি ভিডিওতে। বাচ্চা দুইটার সাথে খেলতে গিয়ে তিনি আরও বলেন, “বাবা-মা দুজনকেই ইতালি থেকে ওমানে নিয়ে আসা হয়েছিল। তাদের জন্মের পরে আমি অন্য সব কিছু ভুলে গিয়েছি এবং তাদের দিকে আমার মনোনিবেশ ছিলো।”
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post