শিক্ষা খাতে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সরকার। মঙ্গলবার (৭ মার্চ) কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) সঙ্গে ওই সমঝোতা স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষ্যে মোট ১২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার তহবিলের যোগান দেবে কাতার। প্রকল্পটি পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রাথমিক স্তরের ঝরে পড়া (ড্রপ-আউট) শিক্ষার্থীদের শিক্ষায় এটি বিরাট সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছে কাতার। ৫ মার্চ দোহায় অনুষ্ঠিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post