সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি ধরার মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। পহেলা মার্চ থেকে শুরু হয়ে আগামী তিনমাসব্যাপী এই মৌসুম চলবে বলে জানিয়েছে দেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বরাত দিয়ে মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয় ওমানে জেলেদের জন্য গলদা চিংড়ি ধরার মৌসুমের অত্যন্ত অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে।
এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, গলদা চিংড়ি পাথর এবং প্রবাল প্রাচীরের পাশাপাশি সৈকতের কাছাকাছি অগভীর কর্দমাক্ত পরিবেশে বাস করে। ওমানের ধোফার, আল উস্তা এবং দক্ষিণ আশ শারকিয়া অঞ্চলে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে গলদা চিংড়ি ধরা পড়ে। আরব সাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে এই প্রদেশগুলোতে মাছের মজুদ সমৃদ্ধ রয়েছে। এই জাতীয় সম্পদ সংরক্ষণ এবং মজুদ বজায় রাখার জন্য মৎস্যজীবীদের নির্দিষ্ট মাছ ধরার সময়সীমা মেনে চলতে এবং অনুমোদিত মাছ ধরার ফাঁদ (গলদা চিংড়িখাঁচা) ব্যবহার করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post