ওমান ওয়ার্কার্সের জেনারেল ফেডারেশন পাঁচ দিনের ব্যবধানে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ১৬ টি আবেদন পেয়েছে। ফেডারেশন জানিয়েছে, প্রতিবেদনে মজুরি কমানো, শ্রমিকদের বকেয়া না দেওয়া, বার্ষিক ছুটি না দেওয়াসহ বিভিন্ন অভিযোগের আবেদন পাওয়া যায়।”
আরও পড়ুনঃ অবশেষে ওমান থেকে চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
ফেডারেশন কর্তৃক অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষ কর্তৃপক্ষের সমন্বয়ে শ্রম প্রতিবেদন, শ্রমিকদের অধিকার লঙ্ঘনের উপর নজরদারি ও তা মোকাবিলায় ওমানের জেনারেল ফেডারেশন সর্বদা প্রস্তুত। দেশটিতে করোনা মহামারিতে এখন পর্যন্ত ১০৫ টি শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ১৬ টি অভিযোগপত্র গ্রহণ করেছে শ্রমিক ফেডারেশন। সুত্রঃ টাইমস অব ওমান
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post