সৌদি আরবসহ কয়েকটি দেশ থেকে ওমানে জীবিত পাখি আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান সরকার। ওমানের কৃষি ও মৎস্যমন্ত্রী জীবন্ত পাখি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নং -১৪৬ নং/২০২০ মন্ত্রীর সিদ্ধান্ত জারি করেছেন।
রয়্যাল ডিক্রি নং ৪৫/ ২০০৪ জারি করা ভেটেরিনারি কোয়ারেন্টাইন আইন অনুসারে এর নির্বাহী বিধিমালা ও কিছু দেশ থেকে জীবিত পাখির আমদানি নিষিদ্ধ ছিলো। কিন্তু রবিবার (২১-জুন) মন্ত্রণালয়ের রেজোলিউশন নং ১০৭/২০০৮, স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন কেনিয়া ও সৌদি আরব থেকে জীবন্ত পাখি আমদানির সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুনঃ মাত্র এক টাকার ওষুধেই সুস্থ হচ্ছে করোনা রোগী!
নতুন সিদ্ধান্তে বলা হয়েছে যে”স্লোভাকিয়া, রোমানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, কেনিয়া ও সৌদি আরব থেকে জীবিত পাখি, তাদের পণ্য, ডেরিভেটিভস এবং অবশিষ্টাংশের আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে এই অঞ্চলগুলো থেকে সকল নির্ধারিত পণ্য আমদানি করতে পারবে।” সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ প্রবাসীদের উদ্দেশ্যে ভিপি নুরের লাইভ
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post