ধর্মীয় অবমাননার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালীতে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বিভিন্ন অভিভাবকদের সামনে ওই শিক্ষক ইসলামের মহানবী (সা.)-কে কটূক্তি করার অভিযোগে মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি।
স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করেন। এই অভিভাবকরা প্রতিবাদ করলে শিক্ষক তাদের সামনে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করেন। পরে অভিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবি করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, এই ঘটনায় মঙ্গলবার রাতে এক ব্যক্তি মামলা করেন। পরে বুধবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post