বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজকে সংবর্ধনা দিয়েছে ওমান প্রবাসীরা। ১৪ ফেব্রুয়ারি দেশটিতে সফররত অবস্থায় তাকে এই সংবর্ধনা দেন তারা। অনুষ্ঠানের আয়োজন করেন এস এম আইডিয়াল সাপোর্ট ট্রেডিং কোম্পানি এলএলসি। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: এনাম উদ্দিন। প্রতিষ্ঠানটির অপর স্বত্বাধিকারী মো: নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান প্রবাসী ব্যবসায়ী এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ইয়াসিন চৌধুরী এবং মোজাম্মেল হোসেন বাপ্পি সিআইপি।
অনুষ্ঠানে শাইখ সিরাজ প্রবাসীদের একে অপরের প্রতি সহানুভূতি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপর স্বত্বাধিকারী মো: সাইফ উদ্দিন ব্যবসায়ী নুরুনব্বী, ব্যবসায়ী আব্দুর সালাম ও ইয়াসিন আরাফাত সহ স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post