বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্ভূদ্ধ করতে প্রথমবারের মত রেমিট্যান্স এ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এতে বৈধ পথে বাণিজ্যিকভাবে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী গুরুত্বপূর্ণ ৩৯ জন প্রবাসী বাংলাদেশি সিআইপিকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি পাঁচ ক্যাটাগরিতে আরো ৪৫ জনকে এ সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে রয়েছে সাধারণ শ্রমিক, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও পেশাজীবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অ্যাওয়ার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
পেশাজীবী ক্যাটাগরিতে এবার সাংবাদিকদেরও রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে রেমিটেন্স এওয়ার্ড জিতেছেন সময় টিভির আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক সহ আরো এক সাংবাদিক।
রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন। দূতাবাসের এমন উদ্যোগের ফলে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমিরাত প্রবাসীরা আরো উদ্বুদ্ধ হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post