পবিত্র শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশটির সরকারী প্রতিষ্ঠান ও অন্যান্য আইনি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকারি ছুটি থাকবে। রবিবার (১২ ফেব্রুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে কথা জানানো হয়।
জরুরি প্রয়োজনে ছুটির দিনে শ্রমিকদের সম্মতি সাপেক্ষে কাজ করাতে পারবে মালিক, তবে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। রজব মাসের ২৭ তারিখ রাতে জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর বোরাকে করে ঊর্ধ্বাকাশ পাড়ি দেওয়ার মাধ্যমে আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (স.)।
আর তাই এই রাত্রিটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। বাংলাদেশে ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে হিজরি মাস রজবের গণনা শুরু হয়েছে। রজব মাসের ২৭ তারিখ শবে মেরাজ। সেই হিসেবে ১৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে বাংলাদেশে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post