ওমানের অর্ধেক মামলায় জড়িত প্রবাসীরা এমন তথ্য জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে চেক বাউন্স, প্রবাসীদের আবাসিক আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন, মাদক, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক লেনদেনের মতো অপরাধ। এছাড়া কিছু গুজবের মামলাও রয়েছে।
পাবলিক প্রসিকিউশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশটিতে মোট খুনের মামলা ছিলো ১৩টি, ছোট অপরাধের মামলা ছিলো ৩০ হাজার ৫৪৩টি এবং ফৌজদারি মামলার সংখ্যা ছিলো ৪০ হাজার ১১৩টি। যা ২০২১ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। এর মধ্যে প্রবাসীদের মামলার সংখ্যা ৪২ দশমিক ৩ শতাংশ। পরিসংখ্যান অনুসারে, মাস্কাটে সর্বাধিক এবং মুসান্দামে সর্বনিম্ন মামলা রেকর্ড করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post