সুইডেনের পর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র কোরআন পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘৃণ্য আচরণের প্রতি নিন্দা জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, সৌদিআরবসহ মুসলিম বিশ্ব। রবিবার (২৯ জানুয়ারি) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের চরমপন্থা এবং ধর্ম অবমাননা কারীকে অপরাধী হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান প্রয়োজন। যারাই এ ধরনের ঘৃণ্য আচরণ করে, তাদেরকে তীব্র নিন্দা জানায় ওমান। সেইসাথে সহাবস্থান, শান্তি, ধর্মের প্রতি শ্রদ্ধা, সংস্কৃতির বৈচিত্র্য এবং সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ওমানের দৃঢ় অবস্থানের কথা সাফ জানিয়ে দেয় মন্ত্রণালয়।
এদিকে ডেনমার্কের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।
এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন শরীফ পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনায় নেতৃত্ব দেন। গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একইসঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, লেবাননসহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। এক বিবৃতিতে ঢাকায় সুইডিশ দূতাবাস পবিত্র কোরআন পোড়ানোকে ‘ইসলামবিরোধী ও জঘন্য’বলে বর্ণনা করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post