তুষারের চাদরে ঢেকে গেছে মরুময় দেশ ওমানের জাবাল আশ শামস। যেই দেশে গ্রীষ্মকালীন সময়ে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেই দেশেই বর্তমানে তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে। ওমানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। জাবাল আশ শামসের চূড়ায় অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। এতে আশেপাশের রাস্তাঘাট ঢেকে গেছে বরফের চাদরে। আগামী তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে ওমানের আবহাওয়া অফিস।
এদিকে, আফগানিস্তানে তীব্র ঠান্ডা-তুষারপাত ও শৈত্য প্রবাহে গত ১৫ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১২৪ জন মানুষ। সেইসঙ্গে মৃত্যু হয়েছে প্রায় ৭০ হাজার গবাদি পশুরও। দীর্ঘ যুদ্ধ, তালেবানের পুনরায় ক্ষমতা দখল এবং সে কারণে নানা আন্তর্জাতিক আর্থিক সহায়তা তহবিল আটকে যাওয়ার পর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে নারীদের শিক্ষা ও কাজ করার উপর তালেবান প্রশাসনের নানা নিষেধাজ্ঞা।
যার জেরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করেছে। দেশটির নিজস্ব অর্থনীতি বলে আর কিছু অবশিষ্ট নেই। বরং সাধারণ আফগানরা ত্রাণের উপর নির্ভর করেই জীবন চালিয়ে নিচ্ছিলেন। এখন সেটাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম। তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে দেশটির বহু এলাকা রাজধানী কাবুল থেকে যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় আছে। আটকেপড়াদের উদ্ধারে সামরিক বাহিনীর হেলিকপ্টারও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post