হযরত শাহজালাল বিমানবন্দরে না পেরে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট। রোববার সকালে ঘন কুয়াশার ঢাকায় নামতে ব্যর্থ হয় ফ্লাইটগুলো। ঢাকার আকাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করে জ্বালানি সংকটে পড়ার শঙ্কায় এসব ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথক দেশ থেকে আসা এ ফ্লাইটগুলো আবহাওয়া পরিস্থিতি উন্নতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ ভোরে সিঙ্গাপুর, সৌদি আরব, কাতার, ওমান ও মালয়েশিয়া থেকে আসা পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। তবে ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটগুলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে তিনটি ইউএস–বাংলার এবং দুটি বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল। এর মধ্যে তিনটি বোয়িং-৭৩৭, একটি বোয়িং-৭৭৭ এবং অন্যটি বোয়িং-৭৮৭ ছিল। পাঁচটি উড়োজাহাজই বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিভিন্ন দেশ থেকে যাত্রী নিয়ে আসা পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ‘ডাইভার্টেড ফ্লাইট’ সিলেটে অবতরণ করেছিল। পরে বেলা ১১টার মধ্যে সব কটি ফ্লাইট সিলেট ছেড়ে গেছে। সিলেটে অবস্থানকালে যাত্রীদের নামতে দেওয়া হয়নি। সেটির নিয়মও নেই। এ জন্য ওই ফ্লাইটগুলোয় যাত্রীর সংখ্যাও বলা যাচ্ছে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post