স্বাস্থ্য মন্ত্রীর ডা. আহমেদ বইন মোহাম্মদ আল-সাঈদীর সভাপতিত্বে ওমানে স্বাস্থ্যমন্ত্রণালয়ের তৃতীয় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মহামারী মোকাবেলায় জিসিসি’র প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্বাস্থ্য খাতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। করোনাভাইরাসের সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা করা হয় বৈঠকে।
বৈঠককালে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সকল প্রকার দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে এই মহামারী মোকাবেলায় স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এসময় মন্ত্রী স্বাস্থ্য-কর্মীদের বর্তমান পরিস্থিতিতে কাজ করে যাওয়া ও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। মহামারী প্রতিরোধের জন্য সর্বস্তরে কমিটিগুলির যৌথ পদক্ষেপ ও প্রচেষ্টারও প্রশংসা করেছেন।
আরও পড়ুনঃ প্রবাসীদের বাচার সুযোগ দিন
মহামারীর পরে ধীরে ধীরে দেশের বাণিজ্যিক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা আশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে স্থল ও সমুদ্রে বন্দর খুলে দেওয়া যায় কিনা এই বিষয়েও পরিকল্পনা করছে সরকার বলেও জানান তিনি। সুত্রঃ ওমান অবজারভার
আরও দেখুনঃ সংকট ও সম্ভাবনায় ওমান প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post