সড়ক দুর্ঘটনায় কাতারের রাজধানী দোহায় রেজুয়ানুল হক তুষার (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। খাবার সরবরাহ করতে গিয়ে বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তুষার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।
প্রায় সাত বছর আগে কাতার যাওয়া তুষার ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার। তুষারের লাশের জন্য স্বজনরা অপেক্ষা করছেন। দ্রুত লাশ আনার দাবি জানিয়েছেন তারা।
তুষারের একমাত্র ভগ্নিপতি শাহনেওয়াজ ভূইয়া রাকিব বলেন, ‘তুষার তার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান ছিল। তার একমাত্র বোন জুঁইকে আমি বিয়ে করে পরিবার নিয়ে জাপানে আছি। আট বছর আগে আমার শ্বশুর মারা যাওয়ার একবছর পর মা-কে একা বাড়িতে ফেলে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে তুষার কাতার পাড়ি দেয়। সে কাতারে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতো। সোমবার সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের সাথে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুষার মারা যায়। আপাতত তার লাশ সেখানকার হাসপাতাল মর্গে রাখা আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post