মহান বিজয় দিবস উপলক্ষে ওমানে প্রতি বছরের মতো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) মাস্কাট ক্লাব স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়। দেশের বাইরে সবচেয়ে বড় এই টুর্নামেন্টে এই বছর আটটি টিম অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে হামেরিয়া ফুটবল ক্লাব ৩-০গোলে এনআরবিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচ কুরুম ফুটবল ক্লাব বনাম আল খয়ের ফুটবল ক্লাবের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গত শুক্রবার মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরি থোয়াং এ।
ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক এনএন আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পন্সর গালফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী (সিইও) ইফতেখার উল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শরীফ আলম ও আলহাজ্ব মোহাম্মদ নোমান সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post