বিশ্বের অন্যান্য দেশের মত ওমানেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগী। তাই দেশটির সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতাল নতুন নির্দেশনা জারি করেছে। হাসপাতালের সব কর্মী এবং দর্শনার্থীদের সোমবার (২ ডিসেম্বর) থেকে মাস্ক বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি।
টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ১ জানুয়ারি এসকিউইউএইচ কর্তৃক জারি করা সার্কুলারে বলা হয়, গত কয়েক দিনে কোভিড-১৯ রোগীদের ভর্তির দুর্ভাগ্যজনক বৃদ্ধির কারণে এটি প্রয়োজন ছিল। হাসপাতালের কর্মী এবং রোগীদের মধ্যে ভাইরাসটির বিস্তার রোধ করার জন্য, এটি অন্তর্বর্তীকালীন সময়ে কয়েকটি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আছে – পার্পল ওয়ার্ডটি কোভিড পজিটিভ রোগীদের (পেডিয়াট্রিক্স এবং প্রাপ্তবয়স্কদের) ভর্তির জন্য ব্যবহার করতে হবে।
সব কর্মী এবং দর্শনার্থীদের অবশ্যই হাসপাতালের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হবে, দর্শনার্থী এবং কর্মীদের হাসপাতালে প্রবেশের জন্য জরুরি বিভাগে নিয়ে যাওয়ার অনুমতি নেই, হাসপাতালের যে কোন কর্মী ও দর্শনার্থীদের ফেস মাস্ক পরতে হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগ, হাসপাতাল প্রশাসনের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post