ওমানে একজন নাগরিককে টুইট পোস্ট করার কারণে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কারণ তার টুইটের মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ তৈরি হয়েছে বলে টাইমস অব ওমানের খবরে উল্লেখ করা হয়েছে। টুইটের মাধ্যমে নাগরিককে ঘৃণা ছড়িয়ে দেওয়া ও স্বদেশের মানুষের মধ্যে মতবিরোধের সৃষ্টি করার জন্য তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।
পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে বলেছেন যে, “দেশের জনগণের মধ্যে বিদ্বেষ ও বিভেদ উস্কে দেওয়ার কারণে আদালত আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত এবং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (টুইটার) তার অ্যাকাউন্ট বন্ধ করে রায় প্রকাশের নির্দেশ দেন।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বিশেষত সরকারকে হেয় করার চেষ্টা করা হয়েছে। এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এই ঘটনার সঠিক বিচার হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আরও দেখুনঃ প্রবাসীদের নিয়ে যা বললেন মিশা সওদাগর ও র্যাবের এই কমান্ডার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post