সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের অর্থনীতি নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিছু মানুষ। ভুল তথ্য দিয়ে হয়রানি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনাদের জন্যই আজ দেশের মানুষ নিশ্চিন্তে আছে। প্রবাসীদের বৈধপথে বেশি বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে মন্দাভাব চলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় কুয়েত তৃতীয় অবস্থানে রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ২০২০ সালে কুয়েত থেকে রেমিট্যান্স পাঠানো হয় ১৫৬৯.১৪ মিলিয়ন মার্কিন ডলার, ২০২১ সালে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৪৭৪.৮৯ মিলিয়ন মার্কিন ডলার, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৫১১.১৭ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। অথনীতির চাকা সচল রেখেছেন। আশা করি আগামীতে একইভাবে দেশের জন্য কাজ করে যাবেন। ২০২৩ সালে নতুন বছরে রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি করতে প্রবাসীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, আমাদের দেশে পোশাক, ওষুধ, চাল, মাছ, শাক সবজিসহ অনেক কিছুই আছে। দেশে উৎপাদনে ভালো অবস্থানে রয়েছে যা- বিদেশে রপ্তানি করতে পারে। বাংলাদেশ, বঙ্গবন্ধু শিল্পজোন রয়েছে যেখানে বাইরের দেশের কোম্পানিগুলো ব্যবসায় বাণিজ্য করার সুযোগ রয়েছে। দেশের ভালো দিকগুলোকে যে যার অবস্থান থেকে নাগরিকদের কাছে তুলে ধরার অনুরোধ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post