নিজ দেশের রাজধানী পরিচ্ছন্ন এবং সৌন্দর্য মন্ডিত রাখতে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে ওমান। এখন থেকে মাস্কাটের পাবলিক প্লেস নোংরা করার আগে একটু ভাবতে হবে। কারণ সমুদ্র সৈকত কিংবা পাবলিক প্লেস পরিচ্ছন্ন রাখতে নিরাপত্তা কর্মী নিয়োগ দিচ্ছে মাস্কাট পৌরসভা। তাই এসব জায়গা নোংরা করে আর পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
প্রথমবারের মত এ কাজের জন্য একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মাস্কাট পৌরসভা। যাতে সমুদ্র সৈকত পরিষ্কার রাখা যায়, পাবলিক প্লেস এবং পার্কগুলোর কোনো প্রকার ক্ষতি সাধন না হয় এবং জনসাধারণের জন্য উপদ্রব না হয়। পৌরসভা জানিয়েছে, ওমানের সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন ও পরিবেশ-বান্ধব করে তোলা এবং আরও বেশি মানুষকে সমুদ্র সৈকতে ঝামেলামুক্ত এবং আনন্দদায়ক ভ্রমণে উৎসাহিত করার লক্ষেই এমন চুক্তি করা হয়েছে।
মাস্কাট পৌরসভার অন্তর্গত সমুদ্র সৈকত এবং পাবলিক প্লেসের উপর নজরদারি বাড়াতে ২৫ ডিসেম্বর মাস্কাট পৌরসভার চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আল হুমাইদি ও আল আসিমির নিরাপত্তা পরিষেবার সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ বিন সুলাইমানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, পৌরসভা নিরাপত্তা কর্মীদের পৌরসভার লঙ্ঘন পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করার পদ্ধতির প্রশিক্ষণ দেবে, পাশাপাশি লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণ করতে এবং জরিমানা আরোপের জন্য পৌরসভার কর্মচারীদের সাথে সমন্বয় করবে। অর্থাৎ এখন আর কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পার পাবেনা। আইন অমান্য করলে সাথেসাথেই জরিমানার মুখে পড়তে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post