সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক এবং সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ওমানের সুলতান শেখ তামিম ও কাতারবাসীকে আন্তরিক অনুভূতি ও শুভেচ্ছা জানান। বিশ্বসেরা এমন আয়োজন অসাধারনভাবে এবং সাফল্যের সঙ্গে আয়োজন করায় কাতার আমিরের বিজ্ঞ নেতৃত্বের প্রশংসা করেন সুলতান।
এদিকে, এক বিবৃতিতে সৌদি বাদশাহর পক্ষ থেকে বলা হয়, ‘আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ পাঠাতে পেরে আমরা আনন্দিত। আপনাদের ভবিষ্যত অর্জনের জন্যও শুভ কামনা।’ একই বার্তা দিয়েছেন সৌদি যুবরাজও। তিনিও কাতারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ সফলভাবে বিশ্বকাপ আয়োজন করায় কাতারকে অভিনন্দন জানিয়েছে। ২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে ১৮ ডিসেম্বর। আয়োজকদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছে অংশগ্রহণকারী দেশ ও বিভিন্ন দেশ থেকে যাওয়া ফুটবল ফ্যানরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post