বাংলাদেশের ইতিহাসে সবসময়ই রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ অবস্থানে ছিল সৌদি আরব। তবে এবারই প্রথম দেশটিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক গিয়েছেন সৌদি আরবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র শীর্ষে যাওয়ায় শীর্ষ তিনে চলে গেছে সংযুক্ত আরব আমিরাত।
সাধারণত, প্রবাসী শ্রমিক বা রেমিট্যান্সের প্রসঙ্গ এলে কখনও যুক্তরাষ্ট্রের নাম আসে না। সবার সামনে আসে সৌদি আরবের নাম। কারণ, বাংলাদেশি প্রবাসীদের প্রায় ৬০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছিল। কিন্তু অবৈধ পথে টাকা পাঠানোর সুযোগ বেড়ে যাওয়ায় এবার মধ্যপ্রাচ্যের এই দেশটি যুক্তরাষ্ট্রের পেছনে চলে গেল।
বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসার ক্ষেত্রে এই পরিবর্তন শুধু সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, শ্রমবাজারের সবচেয়ে আলোচিত দেশ ইতালি। এই ইতালি যাওয়ার কাহিনি গ্রামেগঞ্জে ব্যাপকভাবে প্রচলিত। অথচ ইতালির চেয়ে বেশি রেমিট্যান্স আসছে যুক্তরাজ্য থেকে। যদিও যুক্তরাজ্য যাওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে কোনও মাতামাতি নেই। একইভাবে সব মহলে আলোচনায় থাকা মালয়েশিয়াকে পেছনে ফেলে সামনে এসেছে কুয়েত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিন মাসে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছিল ৫৮৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। একই সময়ে ইতালি থেকে রেমিট্যান্স এসেছে ৩৪৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার। এদিকে তিন মাসে কুয়েত থেকে রেমিট্যান্স এসেছে ৪০৩ দশমিক ২৭ মিলিয়ন ডলার। এই সময়ে মালয়েশিয়া থেকে রেমিট্যান্স এসেছে ৩২৪ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। যদিও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাড়ে ৭ শতাংশ থাকেন মালয়েশিয়ায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ১২ শতাংশের মতো থাকেন ওমানে। অথচ চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে ওমান থেকে রেমিট্যান্স এসেছে মাত্র ১৮০ দশমিক ১০ মিলিয়ন ডলার। পরিস্থিতি উত্তরণে ডলারের দর নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের তরফে সঠিক পদক্ষেপের পাশাপাশি হুন্ডি প্রতিরোধে সরকারি সংস্থাগুলো উপযুক্ত পদক্ষেপ না নিলে রেমিট্যান্সের এই নিম্নমুখী প্রবাহ অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিনিময় হার নিয়ে অস্থিরতার সুযোগে হুন্ডির বাজার জমজমাট হয়ে ওঠায় অভিবাসীরা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post