ওমানের পৌরসভা নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে আইডি কার্ড ইস্যু। এক বিবৃতিতে একথা জানিয়েছে ওমান পুলিশ। বৃহস্পতিবার ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৮ ও ২৫ শে ডিসেম্বর পৌর পরিষদ নির্বাচনের কারণে প্রবাসীদের আইডি কার্ড প্রদান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
এতে আরো বলা হয়, ভোটের কারণে ১৮ এবং ২৫ ডিসেম্বর ওমানে আগত নতুন প্রবাসীদের আইডি কার্ড অথবা পুরনো প্রবাসীদের ভিসা নবায়ন, প্রতিস্থাপন বা হারিয়ে যাওয়া আইডি কার্ড ইস্যু বন্ধ থাকবে। এছাড়া ২৫ ডিসেম্বর ওমানের সালতানাতের অভ্যন্তরে নাগরিকদের জন্য একই সেবা স্থগিত থাকবে। জানাগেছে, তৃতীয় মেয়াদের জন্য পৌর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, অন্যান্য পরিষেবার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাসপোর্টের ডিজি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post