মহান বিজয় দিবস উপলক্ষে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাল সবুজের বিজয় উৎসব। আগামী ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আল আমরাত ফেস্টিভ্যাল মাঠে চলবে এই উৎসব। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের উদ্যোগে এবারের উৎসবে ৮টি দল অংশ গ্রহণ করবে। ক্রিকেট প্রেমী প্রবাসীদের মধ্যে এই লড়াই চলবে।
এতে বিজয়ী দলকে আখতার ফার্নিচার ও শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট এর পক্ষথেকে দেওয়া হবে পুরষ্কার। বিদেশের মাটিতে প্রবাসীদের মাঝে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতেই এই আয়োজন। এতে মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে প্রবাস টাইম। দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের এতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post