শেষ বিকেলের মতোই ঘনিয়ে আসছে কাতার বিশকাপের চলতি আসর। মাত্র তিনটি ম্যাচ পরেই জানা যাবে কে হতে যাচ্ছে স্বর্ণে মোড়ানো শিরোপার মালিক। তবে শেষ দুটি ম্যাচ যে প্রতিটা দলের জন্য যে বিশাল বড় চাপের, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। বিশ্বকাপ শুরু থেকেই যেন হিসেবের বাহিরেই ছিলেন ক্রোয়েটরা।
কিন্তু সব হিসেবকে উড়িয়ে দিয়ে পর পর দুই আসরে ফাইনাল খেলার হাতছানি এখন তাদের। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে লুকা মড্রিচদের। চলতি আসরে এখন পর্যন্ত হারের স্বাদ না নেওয়া দলটিকে কীভাবে আঘাত করতে হবে তা নিয়েই কাজ করেছে স্কলানির দল। সেমি ফাইনালের ম্যাচে, আজ রাত একটায়, কাতারের লুসাইল স্টেডিয়ামে দল দুটি একে অপরের মুখোমুখি হবে।
ম্যাচটি যে কঠিন হবে সেটা খুব সহজভাবেই স্বীকার করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি বলেন, এটি খুব কঠিন ম্যাচ হবে, তারা সত্যিই একটি দল হিসেবে খেলে। তাদের বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। বিশ্ব আজ অপেক্ষায় থাকবে দুর্দান্ত এই লড়াই দেখার। শেষ ২০১৮ সালে মেসিরা ৩-০ গোলে পরাজিত হয়েছিলো মড্রিচদের কাছে। এবার কি প্রতিশোধ নিতে পারবে তারা, নাকি ইতিহাস এবারও কথা বলবে ক্রোয়েটদের হয়ে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post