মালয়শিয়াতে কর্মী পাঠাতে মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ বেশি অর্থ নিচ্ছে যে সব রিক্রুটিং এজেন্সি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। প্রয়োজনে এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী জানান, গত এক বছরে দেশ থেকে ১১ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগামীতে বিদেশে কর্মী পাঠানোর আগে সে সব দেশের মজুরি কাঠামো ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হবে।
এছাড়া সার্বিকভাবে দক্ষ কর্মী গড়ে তোলার ওপর জোর দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সরকার এবার দেশটিতে কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯শ টাকা নির্ধারণ করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে, গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন ৫ হাজার ২৮২ কর্মী।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post