মৌসুমি ফ্লুতে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য একটি নতুন সতর্কতা জারি করেছে দেশটির সরকার। মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল-আবদেল আলী বলেন, চলতি মৌসুমে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এর বিস্তার গত দুই বছরে তুলনায় অনেক বেশি। বর্তমানে আক্রান্ত অনেক লোক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন। এই রোগের কারণে মৃত্যুও হতে পারে।
ড. আবদেল আলী বলেন, যারা গুরুতর উপসর্গে ভুগছেন তাদের মধ্যে ৮০ শতাংশকে সুরক্ষা দেয় মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সক্রিয়তা মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মাস্ক পরা ছাড়াও ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণ করা। তিনি জনসাধারণকে সরাসরি বৃষ্টি এবং শৈত্যপ্রবাহের মুখোমুখি না হওয়ার আহ্বান জানান।
মৌসুমি এই রোগের টিকা নেওয়ার জন্য একটি সচেতনতা মূলক প্রচারাভিযান শুরু করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রচারাভিযানটি সমাজের সবচেয়ে দুর্বল অংশগুলিকে যেমন বয়স্ক, দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, ইমিউনোডেফিসিয়েন্সিতে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের পাশাপাশি স্বাস্থ্য খাতের কর্মী এবং জনসাধারণকে লক্ষ্য করে করা হচ্ছে।
এটি জোর দিয়ে বলা হচ্ছে যে, টিকা নিরাপদ এবং এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি বিশ্বের সমস্ত দেশে বহু বছর ধরে এর কার্যকারিতা প্রমাণ করেছে। মন্ত্রণালয় বলেছে যে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা অনেক জটিলতা সৃষ্টি করে, যার মধ্যে সবচেয়ে গুরুতর নিউমোনিয়া, ব্রংকাইটিস, কানের সংক্রমণ, রক্তে বিষক্রিয়া এবং মৃত্যু। এর থেকে বাঁচতে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে বলা হয়েছে।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post