ওমানের রাজধানী মাস্কাট সহ বেশকিছু অঞ্চলে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। শনিবার (১০-ডিসেম্বর) দেশটির আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাছাড়া ওমানের অন্যান্য প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ ওমান ডেইলির সংবাদে বলা হয়, শনিবার সকাল থেকেই মাস্কাট এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশে ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এতে মাস্কাটের রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ সকাল থেকে মাস্কাটের বেশকিছু অঞ্চল ঘুরে দেখা গেছে ভারী বৃষ্টির ফলে অনেক কনস্ট্রাকশন কাজের সাইট বন্ধ রাখা হয়েছে। অনেক প্রবাসী কাজের সাইটে যেয়ে ফেরত এসেছেন। বাহিরে বৃষ্টির কারণে ঘরবন্দি সময় পার করছেন অনেক প্রবাসী।
ওমান আবহাওয়াবিজ্ঞানী জানিয়েছেন আজ শনিবার এবং আগামীকাল রবিবার মাস্কাট, দক্ষিণ আল বাতিনাহ, আশ শারকিয়াহ ও আল দাখিলিয়াহ প্রদেশের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মুসান্দাম এবং উত্তর আল বাতিনাহ উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বৃষ্টিপাতের সময় পাহাড়ি নিমাঞ্চল এবং রাস্তা পারাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বিশেষ করে ওয়াদি পারাপারে গাড়ি চালকদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ওমান পুলিশ।
এদিকে প্রচণ্ড গরমের বদলে এখন শীতল আবহাওয়া উঁকি দিচ্ছে ওমানে। এই বৃষ্টি যেন শিতের আগমনকে বরন করে নিলো। রাতের তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে যাওয়ার আশংকা করছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার ও রবিবার ওমানের তাপমাত্রা কমে যাওয়ার কারণে পাহাড়ের চূড়ায় বরফ তৈরি হতে পারে। দেশটির কিছু অঞ্চলে শনিবার এবং রবিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post