মুসলিমদের পবিত্রভুমি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। বিশ্বের ৬১টি দেশ নিয়ে দ্বিতীয়বারের মতো বসছে এ আয়োজন। গত পহেলা ১ ডিসেম্বর বাংলাদেশে সময় রাত সাড়ে ৯টায় পর্দা উঠেছে উৎসবের। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র এবারের আসরে বলিউড থেকে যোগ দিয়েছেন একাধিক তারকা। উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে সোনম কাপুর অভিনেত্রী কাজল সহ অসংখ্য তারকা। লোহিত সাগর পাড়ে যেন বলিউড তারকের মেলা বসেছে। উৎসবের উদ্বোধনী আয়োজনে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। উদ্বোধনীতে প্রদর্শিত হয়েছে শাহরখ-কাজল অভিনেত্রী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি।
স্বামী সাইফ আলী খানকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন কারিনা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রকাশ্যে এসেছেন সোনম কাপুর। লাল গাউনে ধরা দিয়েছেন তিনি। উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালী রঙের লম্বা গাউনে দেখা গেছে তাকে। সৌদি আরবেরর বন্দরনগরী জেদ্দার রিটজ কার্লটন হোটেলে চলবে এ উৎসব। এবার উৎসবে অংশ নিয়েছে ৬১টি দেশের ১৬১টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে সৌদি আরবের দুটি সিনেমা। উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে শেখর কাপুর পরিচালিত ‘হোয়াট লাভ গো টু ডো উইথ ইট’ এবং সমাপনী দিনে প্রদর্শন হবে ‘ভ্যালি রোড’ সিনেমাটি।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post