কর্মীদের সুরক্ষায় নতুন আইন জারী করেছে সৌদি আরব। এখন থেকে কোনো নিয়োগকর্তা তার শ্রমিককে ভিসায় উল্লেখিত কাজ ব্যতীত অন্য কোনো কাজ করাতে পারবেনা। অর্থাৎ কোনো শ্রমিককে নেওয়া হয়েছে টাইলস এর মিস্ত্রি হিসেবে, অথচ তাকে দিয়ে কাজ করানো হচ্ছে বাগানে। অথবা নিজের কোম্পানির কাজে এনে অন্য কোম্পানিতে কাজ করানো হচ্ছে। এমন হলে মোটা অংকের জরিমানার বিধান রাখা হয়েছে। সেইসাথে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হবে এমন কথা জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর।
নতুন এই নির্দেশনায় বলা হয়, নিয়োগকর্তারা যারা তাদের কর্মীদের তাদের লাভের জন্য কর্মীদের অন্য স্থানে কাজ করার অনুমতি দেয় তাদের আর্থিক জরিমানা, কারাদন্ড এবং নিয়োগ থেকে নিষিদ্ধ করা হবে। জাওয়াজাতে আরও বলা হয়, এই অপরাধে জরিমানার পরিমাণ বাড়িয়ে ১ লাখ রিয়াল করা হয়েছে এবং একই সঙ্গে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হবে।
পাশাপাশি পাঁচ বছরের জন্য তার নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকবে। কোনো শ্রমিক যদি এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে মক্কা, রিয়াদ ও শারকিয়াহ অঞ্চলের কর্মীদেরকে ৯১১ নাম্বারে কল দিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। এছাড়াও আশেপাশের অন্যান্য অঞ্চলে বসবাসরতদের ৯৯৯ নাম্বারে কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post