প্রতি বছরের মতো এবারও ৩ ডিসেম্বর ওমানে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বিশ্বের সঙ্গে এই উদযাপনে যোগ দেয় ওমানও। ওমানে সরকার জানায়, বৃত্তিমূলক মূল্যায়ন ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিচর্যা কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক সেবা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পুনর্বাসন ও পরিচর্যার জন্য সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কাজ করছে, যাতে তারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেদের উপর নির্ভর করতে পারে।
ওমানের কেন্দ্রীয় সরকার সামঞ্জস্যপূর্ণ বৃত্তিমূলক সুযোগসহ প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন ও পুনর্বাসন করে। ২০২১ সালের শেষ পর্যন্ত ৩১ জন পুরুষ ও ২৭ জন নারীসহ মোট ৫৮ জন ব্যক্তি এই কেন্দ্রের কর্মসূচীতে নাম নথিভুক্ত করেছিলেন।আল আমান পুনর্বাসন কেন্দ্র তার সদস্যদের সামাজিক, স্বাস্থ্য, পুনর্বাসন, মানসিক এবং থেরাপিউটিক পরিষেবা দিয়ে থাকে। ২০২১ সালের শেষ পর্যন্ত, এই কেন্দ্রে মোট ভর্তি হওয়া শিশুদের সংখ্যা ছিল ৩১৫ জন। যার মধ্যে ২০৪ জন ছেলে এবং ১১১ জন মেয়ে।
এর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আল ওয়াফা পুনর্বাসন কেন্দ্রগুলি ২ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের যত্ন নেয়। যারা বিভিন্ন সহজ থেকে মাঝারি মানসিক অক্ষমতা, শ্রবণ শক্তি এবং মোটর দক্ষতার অক্ষমতা থেকে ভুগছেন তাদেরকে এই সেবা দেয় প্রতিষ্ঠানটি। ২০২১ সালের শেষের দিকে বিভিন্ন প্রদেশের ২৭টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৯০ জন শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৫১ জন ছেলে এবং ১ হাজার ৩৯ জন মেয়ে রয়েছে।
এছাড়া ওমানে বিশেষ পুনর্বাসন কেন্দ্র রয়েছে যা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিষেবা দিয়ে থাকে। তারা ২০২১ সালে ১ হাজার ৪৯৮ জন সদস্যকে সেবা প্রদান করেছে।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post