অবৈধভাবে মাছ ধরার অপরাধে ওমানের বিভিন্ন প্রদেশ থেকে ৪৬ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। নভেম্বরের ১১ দিনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে তাদেরকে গ্রেফতারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ওমান পুলিশের সহায়তায় আল উস্তা প্রদেশে এসব প্রবাসীদের গ্রেফতার করে কেন্দ্রীয় ফিশ কন্ট্রোল টিম।
উল্লেখ্য, ওমানে লাইসেন্স ছাড়া মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। আটককৃত প্রবাসীদের নাম পরিচয় প্রকাশ করেনি ওমান পুলিশ। তাদের কাছ থেকে ১২ টি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেও গত সেপ্টেম্বর মাসে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১১ প্রবাসীকে একই জায়গা থেকে গ্রেফতার করেছিল ওমান পুলিশ।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post