মানবিক দিক বিবেচনায় বিশ্বের অন্যতম একটি দেশ ওমান। যে দেশটি তার নিজ দেশের নাগরিকের জন্য যেমন উদার নীতি দেখায়, ঠিক তেমনি প্রবাসীদের ক্ষেত্রেও। যে দেশে ধনী গরীবের মাঝে ভেদাভেদ নেই। এক প্লেটে খাবার খান মালিক ও শ্রমিক। আর তাইতো বিশ্বের সবচেয়ে প্রবাসী শ্রমিকবান্ধব দেশ হিসেবে বরাবরই দেশটি সবার উপরে থাকে।
সম্প্রতি ওমানে গুরুতর অসুস্থ এক প্রবাসীকে হাসপাতালে নিয়ে গেছে ওমানের বিমান বাহিনী। জরুরি স্বাস্থ্য সেবার প্রয়োজনে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ওই প্রবাসীর নাম পরিচয় কিছু জানা যায় নি। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় টাইমস অব ওমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রয়োজনীয় চিকিৎসার জন্য ওই প্রবাসীকে ডিব্বা হাসপাতাল থেকে মুসান্দাম প্রদেশের খাসাব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগেও মাসিরাহ প্রদেশ থেকে এক বাংলাদেশি প্রবাসীর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার নিয়ে এগিয়ে এসেছিলো ওমানের বিমান বাহিনী।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post