বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করার জন্য গুজব রটানো হচ্ছে। এই গুজবে কান না দিতে প্রবাসী বাংলাদেশীদের আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মিশন কর্মকর্তারা। পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে প্রবাসে বাংলাদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে নানা কর্মসূচি পালন করছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশ মিশন গুলো। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। মধ্যপ্রাচ্যের এই দেশটির বিভিন্ন প্রদেশে প্রায় লক্ষাধিক বাংলাদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। এক সময়ে শ্রমিক হিসেবে আমিরাতে গেলেও তাদের মধ্যে অনেক প্রবাসী এখন ব্যবসায়ী হিসেবে পরিচিত। গড়েছেন তারা নানা ক্ষেত্রে বিনিয়োগ।
তবে, সাম্প্রতিক সময়ে নানান গুজবে আতংকিত অনেক প্রবাসী। দেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে এবং গুজবে কান না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মিশন কর্মকর্তারা। এ সময় প্রবাসীদের পক্ষথেকে সহজ পদ্ধতিতে রেমিটেন্স পাঠানোর পদ্ধতি খুঁজে বের করতে মিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। সেইসাথে বাংলাদেশ থেকে টাকা পাচার প্রতিরোধে ব্যবস্থা নেয়ারও আহবান জানান তারা।
সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান নেপলেক্স গ্রুপের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবু জাফর বাংলাদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী যেন বৈধপথে রেমিটেন্স পাঠায় সে ব্যাপারে মালিকপক্ষের তদারকির আহ্বান জানান এবং কর্মীদের মাঝে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে বলেন। অনুষ্ঠানে রেমিটেন্স প্রসঙ্গ নিয়ে শ্রমিক ও দুবাইয়ের বিভিন্ন বাংলাদেশী প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post