সৌদিপ্রবাসী বাবার ইমো আইডি থেকে মেয়েরে আইডিতে বার্তা এল, ‘চুরির অভিযোগে দুই হাত কেটে ফেলবে সৌদি পুলিশ, দ্রুত টাকা পাঠাও’। বাবার এমন খবর পাওয়ার পর দ্রুত ইমোতে দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন মেয়ে। কয়েক ঘণ্টা পর ওই প্রবাসী বাবা তাঁর মেয়ের মুঠোফোনে যোগাযোগ করে বলেন, তাঁর ইমো আইডি হ্যাক করা হয়েছে। কেউ যোগাযোগ করলে কোনো ধরনের লেনদেন যাতে না করেন। কিন্তু ততক্ষণে প্রতারক চক্র এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
মূলত ওই সৌদিপ্রবাসীর মুঠোফোনের ইমো অ্যাপ হ্যাকিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়ে তাঁর মেয়েকে বার্তা পাঠিয়েছিল প্রতারকেরা। জরুরি ভিত্তিতে বিকাশে এক লাখ টাকা পাঠানোর কথা বলেছিল প্রতারক চক্রটি। এ রকম ঘটনা দু-একটি নয়। এ নিয়ে গড়ে ওঠা চক্রটি একের পর এক প্রবাসী ও তাঁদের আত্মীয়স্বজনকে লক্ষ্যবস্তু বানিয়ে যাচ্ছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, দেশে ইমো হ্যাকিংয়ের চক্র গড়ে উঠেছে। এ ধরনের বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে ব্ল্যাকমেল করেও তারা ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
লালপুর ও বাঘায় হ্যাকিং চক্র, গ্রেপ্তার দুজন রাবি শিক্ষার্থী
এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চলতি মাসের শুরুর দিকে ঢাকার খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। তদন্তে নেমে ১২ নভেম্বর পুলিশের সিটিটিসি ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজশাহী ও নাটোর থেকে একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে সাকিব খান ও রেজোয়ান আহমেদ নামের দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী।
সিটিটিসির কর্মকর্তারা জানান, গত তিন বছরে ইমো আইডি হ্যাক করে প্রতারণার সঙ্গে জড়িত ৩০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তাঁরা। তাঁদের অধিকাংশেরই বাড়ি নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলায়। এই দুই উপজেলায় ইমো হ্যাকিংয়ে অনেক চক্র গড়ে উঠেছে।
সর্বশেষ গ্রেপ্তার তিনজনের মধ্যে সাকিবের বাড়ি নাটোরের লালপুরে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি এবং তাঁদের আত্মীয়স্বজনের লক্ষ্যবস্তু বানিয়েছে চক্রটি। ইমো হ্যাক চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত লালপুরের দুড়দুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম এখন কারাগারে। এডিসি নাজমুল ইসলাম বলেন, নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে ইমো হ্যাকিং চক্র গড়ে উঠেছে। আগে এ প্রতারণায় স্বল্পশিক্ষিত লোকজন জড়িত ছিল। তবে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রতারণার সঙ্গে যুক্ত হচ্ছেন।
এডিসি নাজমুল ইসলাম আরও বলেন, ওটিপি পাঠিয়ে চক্রগুলো অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে। ওটিপি কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো আত্মীয় কোনো সাহায্য চাইলে সেটি যাচাই করে নিতে হবে। মুঠোফোন নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে, ইমোতে যোগাযোগকারী ব্যক্তিটি ভুয়া কি না।তিনি আরও বলেন, একটি ইমো আইডি একাধিক ডিভাইসে লগইন করা যায়। এ কারণে সেটিংস অপশনে গিয়ে দেখতে হবে, কারও ইমো আইডি ‘মাল্টিপল ডিভাইসে লগইন’ করা আছে কি না। থাকলে সেগুলো বন্ধ করে (লগ আউট) দিতে হবে।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post