বৈধ কারণ ছাড়া প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ সৌদি আরবের আপীল আদালত। ঐ প্রবাসী কর্মীর নিয়োগকর্তা বৈধ কারণ ছাড়াই কর্মীকে চাকরীচ্যুত করেছিল এবং চাকরির সুবাদে প্রাপ্ত বেনিফিট থেকে বঞ্চিত করতে তাকে পলাতক ঘোষণা করেছিল। এর আগে ঐ কর্মী ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্টে মামলা দায়ের করেন তবে সেটি খারিজ করে দেওয়া হয়। এরপর তিনি আপীল আদালতের শরণাপন্ন হন।
আপিল আদালত মামলা পরিচালনার সময় জানতে পায় যে, নিয়োগকর্তা কোনও বৈধ কারণ ছাড়াই কর্মচারীকে বরখাস্ত করেছিলেন এবং তারপরে সৌদির শ্রম অফিসে একটি ভুয়া প্রতিবেদন জমা দিয়েছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, সেই প্রবাসী কর্মীকে ক্ষতি করার উদ্দেশ্যে এবং তাকে তার বেতন বকেয়া ও ভাতা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে পলাতক দেখানো হয়েছে। আদালত সেই কর্মীর সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। সেইসাথে উক্ত প্রবাসী ও তার পরিবারের ব্যয় এবং আইনজীবীর ফি ছাড়াও বাড়ি ভাড়া পর্যন্ত দিতে বলা হয়েছে।
এদিকে, ওমান সহ মধ্যপ্রাচ্যে খোঁজ নিয়ে জানাগেছে অধিকাংশ মালিক কোনো কারণ ছাড়া-ই কর্মীকে পলাতক ঘোষণা করে পাসপোর্ট ব্লক করেন। এতে চুক্তির মেয়াদ থাকা ষত্বেও অবৈধ হয়ে যান প্রবাসীরা। কম শিক্ষিত এবং আইন সম্পর্কে ধারণা না থাকায় মামলা করতে পারেননা অনেকেই। এমনকি দূতাবাসে পর্যন্ত জানানো হয়না। অথচ শ্রমিকদের এসব ব্যাপারে প্রতিটি দেশেই কঠোর শ্রম আইন রয়েছে। যা অমান্য করলে উক্ত মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post