এক সপ্তাহের কম সময়ে কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই টুর্নামেন্টকে ঘিরে সারা বিশ্বের মতো হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতেও চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা। এরই মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল পতাকার রঙে রাঙানো হলো পাহাড়ের তিন সেতু।
রাঙামাটি শহরের ব্রাহ্মণটিলা ও রিজার্ভ বাজার ঝুলুক্যাপাড়া এলাকায় ওয়াই আকৃতির সেতুটি আকাশি আর সাদা রং করার কারণে শহরের মানুষের কাছে ‘আর্জেন্টিনা’ সেতু হিসেবে পরিচয় পেয়েছে।
এদিকে আর্জেন্টিনা সেতুটি নামকরণের পর থেকেই শহরের আসামবস্তি সেতুটি ব্রাজিলের পতাকা রঙে রাঙাতে দাবি তোলেন ব্রাজিল দলের সমর্থকরা। তাই পৌরসভা থেকে সেতুটি হলুদ সবুজের রঙে রাঙিয়ে দেওয়া হয়। এর পর থেকে এই সেতুটিও ‘ব্রাজিল’ সেতু নামে পরিচিতি পায়।
স্থানীয় শফিকুল ইসলাম জানান, ওপাশে একটা আর্জেন্টিনা ব্রিজ আছে। তাই এখানে মেয়র মহোদয় এই ব্রিজটা ব্রাজিলের পতাকার রঙে করেন। যাতে করে এ পাশে ব্রাজিল, আর ওপাশে আর্জেন্টিনা ব্রিজ দেখে মানুষ সৌন্দর্য উপভোগ করতে পারেন।
ব্রাজিল দলের সমর্থক শঙ্কর হোড় বলেন, “জানি না এটা ব্রাজিল পতাকার ব্রিজ কি না, তবে সবুজ-হলুদ রংটা বেশ মানিয়েছে। আর্জেন্টিনা সমর্থকরা এতে ঈর্ষান্বিত হলেও এই রঙে ব্রিজে আমাদের খুব ভালো লাগছে। আশা রাখছি পরবর্তী ব্রিজগুলো সবুজ-হলুদ রঙে রাঙানো হবে।”
আর্জেন্টিনা দলের সমর্থক ও রাঙামাটি ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা বলেন, “আমরা সবাই জানি কিছুদিনের মধ্যে বিশ্বকাপ খেলা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। এই খেলা নিয়ে যে বিশ্বজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ছে। আমার ওয়ার্ডে দুটি ব্রিজ, একটা ব্রাহ্মণটিলার আর্জেন্টিনা ব্রিজ, আরেকটা আসামবস্তি ব্রিজ, যা ইদানীং রং করা হয়েছে ব্রাজিলের পতাকার রঙে।”
আর্জেন্টিনা দলের সমর্থকদের অভিযোগ, আসামবস্তি ব্রিজটি আগে অন্য রং ছিল। এখন বিশ্বকাপের কাছাকাছি সময়ে কাপ্তাই লেকসংলগ্ন সেতুটি ব্রাজিলের পতাকার রঙে করে দিয়েছে। আমরা আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে এটা মেনে নিতে পারছি না।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, “আমরা যে ব্রিজগুলো করছি, সেগুলো নীল এবং সাদা রং ব্যবহার করছি। যার কারণে মানুষ মনে করছে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড আর্জেন্টিনা দলের সমর্থক।”
রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, “অনেকের দাবি ছিল, তাই আমি একটা ব্রিজের ব্রাজিলের রঙে করে দিয়েছি। তবে এটার কারণ এই নয় যে আমি ব্রাজিল হয়ে গেলাম, আমি আর্জেন্টিনাতে আছি, আর্জেন্টিনাতে থাকব।”
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post